ক্র: নং |
সেবার নাম |
সেবা গ্রহনকারী |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানকারী কতৃপর্ক্ষ |
১ |
সমিতি গঠন |
সমিতির সদস্যগণ |
কোন এলাকার অভিষ্ঠ জনগোষ্ঠীর সমন্বয়ে সমিতি গঠন করা হয়। প্রাথমিকভাবে সমিতির সদস্যগণকে সমিতির কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন দেওয়া হয়, তারা সমিতিতে নিয়মিত সঞ্চয় জমা করেন এবং পরবর্তিতে ঋণ সুবিধা লাভ করেন। |
পিডিবিএফ এর সকল উপজেলা কার্যালয়। |
২ |
সঞ্চয় |
সমিতির সদস্যগণ |
সমিতির সদস্যগণ সমিতিতে অন্তর্ভূক্তির পর হতে পুঁজি গঠনের নিমেত্তে নিম্নরুপ ছয় (০৬) ধরনের সঞ্চয় স্কীম খোলার সুযোগ পান। ১.সাধারণ সঞ্চয়- সপ্তাহ ভিত্তিক জমা ২.সোনালী সঞ্চয়- মাস ভিত্তিক জমা ৩.মেয়াদী সঞ্চয়- এককালীন জমা ৪.লাখপতি সঞ্চয়- মাস ভিত্তিক জমা ৫.নিরাপত্তা সঞ্চয়- সপ্তাহ/মাস ভিত্তিক জমা ৬.নবজাতক সঞ্চয়- মাস ভিত্তিক জমা |
পিডিবিএফ এর সকল উপজেলা কার্যালয় |
৩ |
ক্ষুদ্র ঋণ |
সমিতির সদস্যগণ |
পিডিবিএফ সমিতির সদস্যগণ সমিতির নিয়মানুসারে ৩,০০০/- টাকা হতে পর্যায়ক্রমে ৮০,০০০/- টাকা পর্যন্ত বিভিন্ন আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে (আইজিএ ) জামানত বিহীন ক্ষুদ্র ঋণ গ্রহণ করতে পারেন। |
পিডিবিএফ এর সকল উপজেলা কার্যালয় |
৪ |
ক্ষুদ্র উদ্দোক্তা ঋণ |
ক্ষুদ্র উদ্দোক্তা/ ব্যবসায়ীরা |
ক্ষুদ্র উদ্যোক্তা/ব্যবসায়ীরা পিডিবিএফ এর সদস্য হিসেবে অন্তর্ভূক্তির পর পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের নিয়মানুসারে ৫০,০০০/- টাকা হতে পর্যায়ক্রমে ৮,০০,০০০/- টাকা পর্যন্ত বিভিন্ন প্রকল্পে ঋণ গ্রহণ করতে পারেন। এ ঋনের কিস্তি মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হয়। |
পিডিবিএফ এর সকল উপজেলা কার্যালয় |
৫ |
প্রশিক্ষণঃ |
সুফলভোগী সদস্যগন |
ক)নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণঃ
পিডিবিএফ সমিতির সভানেত্রী ও দলনেতাদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ে ০২ (দুই) দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। খ) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণঃ সমিতির সদস্যদেরকে কৃষি ভিত্তিক আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে (আইজিএ) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। যেমন- মোরগ মুরগী পালন, গাভী পালন, গরু মোটাতাজাকরন, ছাগল পালন, হাঁস পালন, নার্সারী, শাকসবজি চাষ, মৎস্য চাষ ইত্যাদি। গ) প্যারাটেক মৌলিক/আপগ্রেডিং প্রশিক্ষণঃ সমিতি পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে বিভিন্নমুখী সেবা সুবিধা তাদের দোর গোঁড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে প্যারাটেক তৈরী করা হয়েছে। প্যারাটেকগণ বিভিন্ন বিষয়ে প্রাথমিক সমস্যার সমাধান দিয়ে থাকেন। ফলে সমিতির সদস্যগণ বিশেষভাবে উপকৃত হন।
|
পিডিবিএফ এর সকল উপজেলা কার্যালয় |
৬ |
উদ্বুদ্ধকরণ |
ঐ |
সমিতির সদস্যদের নিয়ে প্রতি সপ্তাহে ০১ দিন সমিতি পযায়ে সাপ্তাহিক প্রশিক্ষন ফোরাম বা উঠান বৈঠক করা হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ৫২ সপ্তাহে ৫২টি বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়, যেমন: শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক চিকিৎসা, পরিবেশ উন্নয়ন, স্যানিটেশন, সঞ্চয় ও ঋণ কাযক্রম, বনায়ণ, নারীর আইনগত অধিকার প্রভৃতি বিষয়ে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়। |
পিডিবিএফ এর সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ের আওতাধীন সমিতিসমূহে মাঠ কর্মকর্তাগণ প্রশিক্ষন ফোরাম পরিচালনা করে থাকেন। |
৭ |
পণ্য বিপনন (পল্লী রং) |
সুফলভোগী সদস্যগন |
পিডিবিএফের সদস্যগণের বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর প্রচার, প্রসার ও বাজারজাত করনের লক্ষ্যে ’পল্লী রঙ’ নামে পণ্য প্রদর্শণ ও বিপনন কেন্দ্র খোলা হয়েছে। সদস্যদের বিভিন্ন ধরনের তৈরী পোষাক, হ্যান্ডিক্রাফটস, তাঁতের প্রোডাক্টস ইত্যাদি পণ্য বিপনন শুরু করেছে। |
পিডিবিএফ এর জেলা অফিস সমূহ এবং প্রধান কার্যালয় ঢাকা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস