Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। পল্লীর অসুবিধাগ্রস্থ দরিদ্র জনগোষ্টির আর্থিক ও সামাজিক উন্নয়ন এবং নারী পুরুষের সমতা বিধান করার লক্ষ্যে অভিষ্ট জনগোষ্টিকে একত্রিত করে শক্তিশালী সমিতি গঠন ও গ্রম্নপ তৈরী করা।

২। সমিতি গঠন পরবর্তী তাদেরকে বিভিন্ন কর্মকান্ডের উপর প্রশিক্ষন প্রদান।

৩। প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে ক্ষুদ্র ঋণ বিতরন করা।

৪। ভবিষ্যৎ নিরাপত্তা এবং নিজস্ব মুলধন গঠনের জন্য সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা।

৫। মাসিক ভিত্তিতে সঞ্চয় জমা করে (সোনালী সঞ্চয় স্কীম) এককালীন টাকা প্রাপ্তির সুবিধা।

৬। এককালীন টাকা জমা রেখে মেয়াদান্তে দ্বিগুন টাকা প্রাপ্তির সুবিধা।

৭। ক্ষুদ্র উদ্দোক্তা সৃষ্টির উদ্দেশ্যে স্মল এন্টারপ্রাইজ লোন বিতরন করা।

৮। গ্রামের বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্টির জন্য সৌর বিদ্যুৎ সিষ্টেম স্থাপন করা।

৯। দক্ষ নেতা/নেত্রী সৃষ্টির উদ্দেশ্যে নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ প্রদান করা।

১০। সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ।

১১। প্যারাটেক প্রশিক্ষণ।

১২। সোলার গ্রাহক প্রশিক্ষণ প্রদান।

১৩। নারী ও শিশু নির্যাতন ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা।

১৪। সমিতির সদস্যদেরকে বৃক্ষ রোপন ও সেনিটেশন সম্পর্কে উদ্বুদ্ধকরন করা হয় এবং বিনা মূল্যে গাছের চারা বিতরন।

১৫। পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

১৬। শিশুদের ৬টি মারাত্নক রোগ সম্পর্কে ধারনা ও প্রতিরোধের জন্য সহযোগীতা প্রদান।

১৭। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সহযোগীতা প্রদান।

১৮। এছাড়া প্রতিটি সাপ্তাহিক সভায় সাপ্তাহিক প্রশিক্ষণ ফোরামের মাধ্যমে বিভিন্ন বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয় যেমনঃ- (১)যৌতুক প্রথা বন্ধে করণীয় (২)গর্ভবতী মায়ের যত্ন ও পরিচর্যা বিষয়ক পরামর্শ(৩)পুষ্টিকর খাদ্যের তালিকা এবং সুষম খাদ্য গ্রহণ সম্পর্কে ধারনা (৪) আর্সেনিক দূষণ কি? প্রতিরোধের উপায়সমূহ (৫)প্রাথমিক ও বয়স্ক শিক্ষার গুরম্নত্ব (৬) বাল্য বিবাহের কুফল ও তার প্রতিকার (৭) এইডস কি? এইডস প্রতিরোধের উপায় সমূহ (৮) জলাতঙ্ক রোগ (৯)  ইভটিজিং প্রতিয়োধে করণীয় (১০) আয়োডিনযুক্ত লবন খাবার প্রয়োজনীয়তা এবং লবনের আয়োডিন পরীক্ষার সহজ পদ্ধতি (১১) ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া প্রতিরোধের উপায় (স্যালাইন প্রস্ত্তত প্রণালী) (১২) স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের প্রয়োজনীয়তা (১৩) বিভিন্ন জাতীগঠনমূলক প্রতিষ্ঠানের সেবা দানের ধরন ও সেবা প্রাপ্তির উপায় (১৪) বিশুদ্ধ পানি পান ও ব্যবহারের গুরম্নত্ব (১৫) সামাজিক বনায়ণ,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন ও পরিচর্যার গুরত্ব, প্রভৃতি বিষয়ের উপর ধারনা ও প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করা হয়।